পাঠাগারের তথ্য
বিদ্যালয়টিতে জেলা পরিষদ চট্টগ্রাম এর অর্থায়নে নির্মিত পৃথক পাঠাগার রয়েছে। পাঠাগারটিতে একসাথে প্রায় ৫০জন শিক্ষার্থী বসার স্থানসহ প্রয়েজনীয় আসবাব দিয়ে সজ্জিত প্রায় ৮টি আলমারীতে ২৭০০ এর অধিক পুস্তক রয়েছে। পাঠ্যপুস্তক, ধর্মীয়, উপন্যাস, গল্প, স্বাধীনতার ইতিহাস সহ বিভিন্ন বিষয়ের বই রয়েছে। সম্প্রতি পাঠাগারের মুজিব কর্ণার নামে একটা আলাদা কর্ণার স্থাপন করা হয়েছে।